অভিযোগ সুত্রে জানা গেছে; ফতেপুর ইউপির আমলাইন গ্রামে সরকারি একটি পুকুর ১বছরের জন্য লিজ নিয়েছেন আবু সুফিয়ান। পুকুর লিজ নেওয়ার পর থেকে সুফিয়ান মাছ চাষ করছে। কিন্তু মাছ ছাড়ার কয়েক মাস পর থেকেই উক্ত পুকুরটির মাছ কেবা কাহারা চুরি করে নেয়।
গতকাল শুক্রবার সকালে সকাল পুকুরে মাছের খাবার দিতে যায়।পুকুরের মালিক দেখতে পায় অভিযুক্ত মোস্তফা অনুমান ১০০ ফিট কারেন্ট জাল দিয়ে পুকুরে মাছ ধরছে।পুকুরের মালিক জালসহ মাছ চোর কে আটকের চেষ্টা করে।অভিযুক্ত মোস্তফা ও নুহু আলম, হেলাল উদ্দিন মোট তিন জন মিলে মাছ,জাল নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।পুকুর মালিক আবু সুফিয়ান অভিযোগ করে বলেন গত একমাসে আমার পুকুর হতে তারা ৩ জন আনুমানিক ৩০ মণ মাছ চুরি করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
