Showing posts with label গোমস্তাপুর. Show all posts
Showing posts with label গোমস্তাপুর. Show all posts

Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


Jan 5, 2023

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় শাহিন আলম বাবু (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শাহিন বাবু সাইকেল চালিয়ে রহনপুরে দিকে যাচ্ছিলেন। পথে চিনিয়াতলা এলাকায় বিপরীত থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহিন আলম বাবুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে তার ভাই আব্দুল বাশির কাছে মরদেহ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুরশিদ আলম (বাচ্চু) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন; চৌডালা কলেজের শিক্ষক আব্দুল বারি, সাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

May 18, 2022

উজানের ঢলে ডুবে গেছে ৩ হাজার বিঘা জমির ধান

উজানের ঢলে ডুবে গেছে ৩ হাজার বিঘা জমির ধান


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় উজানের পানি এসে জমছে পূর্ণভবা নদীতে। ভরা নদীর পানি উপচে হাজার হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। শ্রমিক সংকটেও ভুগছেন কৃষকরা। ধানের ফলন ভালো হয়েও, কয়েকশ কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে, উজানের ঢলে পূর্ণভবা নদী ভরে গেছে। নদীর পানি উপচে উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন, ভাটখোর, রোকনপুরগঞ্জ এলাকার প্রায় তিন হাজারেরও বেশি বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে আছে।উপজেলায় এবারের বোরো ধানের মৌসুমে ৪১ হাজার ৮৩২ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে রাধানগর ইউনিয়নে প্রায় ১২ হাজার ৪৭৫ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছে কৃষকরা। 

রোকুনপুরগঞ্জের এলাকার ধাম চাষি মোসলেম উদ্দিন জানান, বিল কুজাইন এলাকায়  ৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। প্রথম থেকে আবহওয়া ভালো হওয়ায় ফলনও ভালো হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে বিল কুজাইন এলাকার জমিগুলো উজানের ঢলে ডুবে গেছে।

তিনি আরও জানান, আমাদের এলাকার পূর্ণভবা নদীর গভিরতা কম। খুব দ্রুত উজানের ঢলে নদী ভরে গেছে। নদীর পানি উপচে এলাকার সব ফলস ডুবে গেছে। পূর্ণভবা নদী খনন করে গভিরতা বাড়ালে ধান কাটার সময় পেতাম। আফসোস আর থাকতো না।

ধান চাষি মাইনুল ইসলাম জানান, রোকনপুরগঞ্জ এলাকায় আমাদের ছয় ভাইয়ের প্রায় ২০ বিঘা জমিকে ধান চাষাবাদ করেছি। কয়েকদিন ধরে উজানের ঢলে পূর্ণভবা নদীর পানি উপচে এসব এলাকার ধানি জমিগুলোর তলিয়ে গেছে।আর কয়েকদিন মাঠে থাকলে ধান কেটে গোলায় ভরতে পারতাম।

তিনি আরও বলেন, এ খারাপ সময়ে ধান কাটার শ্রমিকও সংকট। আর যারা ধান কাটতে চায়,তারা অনান্য সময়ের চেয়ে পারিশ্রমিক বেশি নিতে চায়। ধানগুলো সঠিক সময়ে না কাটতে পারলে, বড় ক্ষতি হয়ে যাবে। গতবছরেও জুনের মাসের প্রথম সপ্তাহে উজানের ঢল এলাকায় ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। কিন্তু এবার জুনের আগেই এলাকাগুলো ডুবে কয়েকশ কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

রাধানগর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফুয়াদ আলী জানান, রাধানগর ইউপির তিন মৌজায় প্রায় তিন হাজার বিঘা জমির কৃষকের ধান ডুবে গেছে। যতদ্রুত সম্ভব এ সমস্যার সমাধানের লক্ষে কৃষি বিভাগসহ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, উজানের ঢলে তিন এলাকাজুড়ে কয়েকশ কৃষকের প্রায় তিন হাজারেরও বেশি বিঘা জমির ধান তলিয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকের কত পরিমাণ জমিন ধান নষ্ট হলো আমরা খুব শিগগির জানতে পারবো।

 

Jul 7, 2021

গোমস্তাপুরে সড়ক দুর্ঘনায় পিতা নিহত ছেলে আহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘনায় পিতা নিহত ছেলে আহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্কুল শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাষ্টারের ছেলে তোরিকুল ইসলাম (৪২) মারা যায়।

এবং তার ছেলে তামিম (১২) গুরত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডির্ফেন্স উদ্ধার করে গোমস্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, নিহত ব্যক্তির কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Jun 26, 2021

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আফসার আলী নামক এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রহনপুর ইউনিয়নের বংপুর হিন্দুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, উপজেলার রহনপুর-আড্ডা মহাসড়কের ধুলাউরি নামক স্থানে সকালে ভ্যান চালক আফসারকে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jun 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে পতিতালয়ে অভিযান, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে পতিতালয়ে অভিযান, গ্রেপ্তার ৫


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ওই পতিতালের পরিচালকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড ব্যাটলিয়ন অ্যাকশন। শনিবার (১৯ জুন) সন্ধায় ওই এলাকার বেলাল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ জুন) রাতে র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়; গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলাল বাজারে একটি তিন তলা বিশিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে ওই পতিতালয়ের দুজন পরিচালকসহ জেলার বাইরের ৩জন নারীকে অবৈধ কাজ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পতিতালের পরিচালকরা হলেন-একই এলাকার মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও হুমায়ন কবিরের মেয়ে জোবেদা বেগম (২৫)।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন- চট্রগ্রাম জেলার ইপিজেড এলাকার বন্দর টিলা (ফ্রিপোর্ট) এলাকার মৃত রুস্তম আলীর মেয়ে নুপুর (২১), টাংগাইল জেলার মির্জাপুর এলাকার ত্রিমহনী গ্রামের আশেক আলীর মেয়ে আশামনি (১৭) ও ভোলা জেলার চরফ্যাশন এলাকার হাজারীগঞ্জ (খেজুরগাইছা) গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রহিমা খাতুন (২৩)।

পরিচালক দুজন দুঃসম্পর্কের শালিকা- দুলাভাই। তারা ভাড়াটে বসত বাড়িতে দীর্ঘদিন থেকে এ অবৈধ কাজ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা (পরিচালক) দুজন এ কথা স্বিকার করেছেন। ওই ৩ জেলার নারীরাও তারা তাদের অবৈধ কৃতকর্মের কথা অকপটে স্বিকার করেছে বলে জানায় র‍্যাব-৫।

এ সময় ১৪টি নিরাপদ কনডম, ১৮ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট,নগদ ১ হাজার ১০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Jun 9, 2021

গোমস্তাপুরে আদালতের রায় অমান্য করে গুচ্ছগ্রাম নির্মাণের অভিযোগ

গোমস্তাপুরে আদালতের রায় অমান্য করে গুচ্ছগ্রাম নির্মাণের অভিযোগ


আদালতের রায় অমান্য করে শ্রী শ্রী শ্যাম রায় বিগ্রহ স্টেট (মহান্ত স্টেট) এর জমি দখল করে ঘর নির্মাণ ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার (৯ জুন) দুপুরে গোমস্তাপুর উপজেলার মহান্ত স্টেটের রহনপুর প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মহান্ত স্টেটের স্বত্বাধিকারী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারীর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিদারি অংশীদার হিসেবে প্রায় ৪৫০ বছর ধরে এসব সম্পত্তি মহান্ত স্টেটের আওতায় ভোগদখলে রয়েছে। এমনকি গোমস্তাপুর উপজেলার গোঙ্গলপুর মৌজার ১৪.৪৭ একর ফসলী জমির বিষয়ে মামলা হলে ১৯৮৭ সালের ২৮ জানুয়ারী মহান্ত স্টেটের পক্ষে রায় দেন মহামান্য আদালত। এরপরেও জমিটি দখলে নিতে নানারকম হুমকি ও পায়তারা করতে থাকে কুচক্রী মহল। 

সংবাদ সম্মেলনে শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, পৈত্রিক সূত্র ও মহামান্য আদালতের রায়ের প্রেক্ষিতে আমাদের ভোগদখলে রয়েছে। কিন্তু গত কয়েকদিন থেকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজান সরেজমিনে গিয়ে জমিটি খাস বলে ঘোষণা দেয়।

পরে সেই জমিতে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এর আগে সার্ভেয়ার মিজানুর রহমান জমিটি বাবদ ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে জমিটি সরকারি খাসভুক্ত বলে দখলের নানা ফন্দি করছে। এবিষয়ে ইউএনও মহোদয়কে জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। 

১৯৮৭ সালে মহান্ত স্টেটের পক্ষে রায় হওয়ার পরেও জেলা প্রশাসক কোন আপিল করেনি জানিয়ে মহান্ত স্টেটের স্বত্বাধিকারী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, ১৯ মে ভূমি অফিসে গিয়ে জমির সকল কাগজপত্র প্রদান করলেও পরেরদিন জমিতে খুঁটি পুতে দখল করার চেষ্টা অব্যাহত রাখে উপজেলা ভূমি অফিস। জমির রেকর্ড, সকল কাগজপত্র ও আদালতের রায় থাকলেও এসব জাল বলে উড়িয়ে দেন সার্ভেয়ার মিজানুর রহমান। বিষয়টি জেলা প্রশাসককেও লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছে। 

অভিযোগ করে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্য ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে সরকারকে কয়েক হাজার বিঘা জমি বিভিন্ন কাজে দিয়ে সহযোগিতা করলেও সরকারের কিছু দুষ্ট কর্মকর্তার দ্বারা নানা হয়রানির শিকার হচ্ছি। এমনকি মহান্ত স্টেটের জমিতে নির্মাণাধীন বাড়ি সম্পকে কোন কিছু না জানলেও তা ভাংচুরের অভিযোগ এনে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। 

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবিষয়ে বক্তব্য দিতে আপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহান্ত স্টেটের উত্তরাধিকারী শ্রী শ্যাম রায় চক্রবর্তীসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Jun 7, 2021

রহনপুর মেয়রের মহানুভবতা

রহনপুর মেয়রের মহানুভবতা


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রান কেন্দ্র রহনপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন মতি।

সোমবার সকালে পৌর কাউন্সিলরদের মাধ্যমে নিজ নিজ ওয়ার্ডের রোগীদের মাঝে এ খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। এ বিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না জানান, মহামানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদের স্বাস্থ্যের খোঁজ খবর ও খাদ্রসামগ্রী পৌছে দিতে রহনপুর পৌরসভার পক্ষ থেকে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরন প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন মতি জানান, রহনপুর পৌর এলাকার করোনা আক্রান্ত ২২ টি পরিবারের পাশে দাড়াতে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে। এ সময় চাল, ডাল, আলু, তেল, লবণ, আপেল, কমলা, ডালিম ও সাবান দেয়া হয়।

এ ছাড়া রহনপুর পৌর এলাকায় করোনা সংক্রমণ রোধে প্রচারণা চালানো হয়েছে। তিনি সকলকে মুখে মাক্স ব্যবহার করার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।সোমবার (০৭জুন) সকাল ১০ টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঞ্চনতলা এলাকার মহানন্দা নদীর ঘাটে লাশটি ভেসে উঠে। পরে খবর পেয়ে বেলা ১২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, সকাল ৯ টার দিকে কাঞ্চনতলা মহানন্দা ঘাটে  এক পা বিহীন, পরনে লাল গেঞ্জি পড়া,এক ব্যক্তির গলিত লাশ ভেসে ওঠে।

অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে লাশটি ৪-৫দিন আগের হতে পারে এবং লাশের পেট
চাঁপাইনবাবগঞ্জে নির্মাধীন গুচ্ছগ্রামের বাড়ি ভাংচুর

চাঁপাইনবাবগঞ্জে নির্মাধীন গুচ্ছগ্রামের বাড়ি ভাংচুর


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আশ্রায়ন প্রকল্পের নির্মাধীন বাড়ি (গুচ্ছগ্রাম) ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারী নামক এক ব্যক্তির বিরুদ্ধে।গত শনিবার (৫ জুন) গোমস্তাপুর সদর ইউনিয়নের গোঙ্গলপুরে নির্মাধীন ওই বাড়িগুলোতে দেশীয় ভারিঅস্ত্র (হাতুড়ি,খুনতি,হাম্বল) দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেন তারা।এ ঘটনায় গোমস্তাপুর থানায় রোববার (৬ জুন) একটি অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা মোবিদুল ইসলাম।এ বিষটি ভূমি কর্মকর্তা আমার চাঁপাইকে নিজেই জানিয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বলেন, ”১৯৫০ সালে জমিদারস্বত্ব যখন প্রজাস্বত্ব আইনে জমিদারস্বত্ব বিলুপ্ত হয়। সে সময় সরকার থেকে ঘোষণা করা হয় ৩৭৫ বিঘার জমি উর্ধ্বে কেউ জমি রাখতে পারবেনা।কোন ব্যক্তির যদি ৩৭৫ বিঘার উপরে জমি থাকে, তাহলে সে বাকি জমি সরকার ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হবে। সেই সময় ওই সম্পত্তিটি পাকিস্তান সরকার নামে রেকর্ড করা ছিল।এস.এ খতিয়ানের পর বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়।ওই সময়ের ক্ষতিপূরণে কাগজপত্র উপজেলা ভূমি অফিসের কাছে আছে।পুরো জমির মালিক বাংলাদেশ সরকারের।”

তিনি আরও জানান, “শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী ৩০ বছরের আগে নবরাজ নামে একজনের মামলার রায়ের কপি দেখাচ্ছে। অথচ রায়ের বিষয়ে জেলা প্রশাসক, ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তর অবগত নয়।এছাড়া মামলার রায়ের কপি দিয়ে রেকর্ড সংশোধন করেননি এত বছর পরেও । প্রথমবার যখন তিনি বাড়ি নির্মাণে বাঁধা দেয় তখন তাকে নিদিষ্ট শাখাগুলো থেকে ওই জমির কাগজপত্রগুলো উঠনোর আহবান জানান হয়।কিন্তু সে ওই আহবানে সাড়া দেয়নি।এ জমির সকল স্বত্ব সরকারের রয়েছে।এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহার গৃহহীনদের বাড়ি নির্মান করা হচ্ছে।”

অভিযুক্ত মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারী জানান- ”আমার ওই জমি পৈত্রিক সূত্রে পাওয়া। সাড়ে ৪ শ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু সার্ভেয়ার মিজানুর রহমান জাল কাগজপত্র বানিয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার  (ভূমি) অফিসার এর কাছে সরবরাহ করেছে।এক নম্বর খাস-খতিয়ানভুক্ত ভূমি ভেবে ওই জায়গায় সরকারি বাড়ি তৈরি করছে প্রশাসন।”

তিনি আরও জানান, আমার কোন পোষা বাহিনী নেয়।আমার কোন লোকজন ওই নির্মাণাধীন বাড়ি ভাংচুর করেন নি।একাজ গোমস্তাপুর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের ভাড়াটিয়া লোকেরা ভাংচুর করেছে। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান-“এটা সরকারি জায়গা। এ জায়গায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারস্বরুপ গৃহহীনদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। কিন্তু মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারী'র লোকজন নির্মাণাধীন বাড়ির দেয়ালগুলো ভেঙ্গে ফেলে দিয়েছে।তারা সেখানে কর্মরত শ্রমিকদের হুমকিও দেয় দুর্বৃত্তরা।এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে গোসস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jun 3, 2021

গোমস্তাপুর ও নাচোল  দীর্ঘ দিনের দাবি পূরণ

গোমস্তাপুর ও নাচোল দীর্ঘ দিনের দাবি পূরণ

গোমস্তপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : 


সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুত বিভ্রাট  বেড়ে যাওয়ায়  গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হওয়ায় সাবেক সাংসদ জিয়াউর রহমান নেসকো কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে বিদ্যুৎ সমস্যার সমাধান দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিরসনে অবশেষে চালু হল আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও যান্ত্রিক সমস্যার কারনে ১ জুন থেকে এ লাইন চালু করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর নেসকো লি: এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান।


এদিকে এ নতুন বিদ্যুৎ লাইন চালু হওয়ায় বুধবার দুপুরে নেসকো অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা- কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন সাবেক সাংসদ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল। সাবেক সাংসদ জিয়াউর রহমান জানান, এ বিষয়ে  নেসকোর রাজশাহী অ লের উদ্ধর্তন কর্মকর্তাদের  সাথে  এলাকার বিদ্যুৎ সমস্যা  নিয়ে সম্প্রতি আলোচনা করে দ্রুত চালুর ব্যবস্থা করা হয়। 

এদিকে নেসকোর নির্বাহী প্রকৌশলী আ:হান্নান উপস্থিত সাংবাদিকদের জানান, জরাজীর্ণ রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ ৩৩ কেভি স ালন লাইনটি সম্প্রতি রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে নেয়া হয়েছে। যা গত ১৩ এপ্রিল চালু করা হয়। কিন্তু প্রযুক্তিগত ও রাস্তার ধারে গাছপালা থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যা অচিরেই সমাধান করা হবে। তিনি আরো জানান, নেসকো প্রায় ৮৯ কোটি ৫৬ লক্ষ টাকার প্রকল্প গ্রহন করেছে। এ বরাদ্দের ভিতরে নাচোলে একটি সাব-ষ্টেশন করা হবে এবং জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে। এছাড়া রহনপুর সাব স্টেশনে নির্মানাধীন নতুন একটি ইউনিট চালু হলে লোড ম্যানেজমেন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। 

এছাড়া পৌর মেয়র মতিউর রহমান খানের এর আবেদনের প্রেক্ষিতে পৌর এলাকার যে সব জায়গার বিদ্যুৎ পোল তা অচিয়েই স্থাপন করা হবে। তিনি আরো জানান, বর্তমানে গোমস্তাপুর ও নাচোলে ৮.৫ মে. বিদ্যুৎ এবং সেচ মৌসুমে ১২.৫ মে. বিদ্যুৎ প্রয়োজন। যার  সবটায় নগদ অর্থ দিয়ে ক্রয় করতে হয়। এ কারনে যথা সময়ে বিদ্যুৎ পরিশোধের জন্য গ্রাহকদের অনুরোধ জানান। 

May 28, 2021

রহনপুর থেকে আম নিয়ে যায়নি ম্যাংগো ট্রেন

রহনপুর থেকে আম নিয়ে যায়নি ম্যাংগো ট্রেন


চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ম্যাংগো স্পেশাল ট্রেনটি আম না নিয়ে রহনপুর রেলস্টেশন থেকে চলে যায়। ওই রেলস্টেশন মাষ্টারের দাবী জেলায় কঠোর লকডাউন ও বৃষ্টির জন্য আম ব্যবসায়ীরা আম নিয়ে স্টেশনে আসেনি। এদিকে আম ব্যবসায়ীরা বলছেন; আমাদের জানায়নি ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধনের কথা।

গতকাল (২৭ মে) বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনটি গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যম কর্মীদের রেল কতৃপক্ষ জানায়; উদ্বোধনের পর ওই স্পেশাল ট্রেনটি রহনপুর রেলস্টেশনে গিয়ে থামবে। সেখানে থেকে যথা সময়ের মধ্যে আম বোঝায় করে ঢাকার পথে রওনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২ টা ৩৫ মিনিটে বাশি বাজিয়ে ট্রেনটি উদ্বোধনের ঘোষণা দেয়। ওই সময় ট্রেনটি রহনপুর রেলস্টেশনে দুপুর দেড়টায় পৌঁছে। আম না পেয়ে দুপুর ২টায় রওনা দেয়।

রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল হোদা বলেন, "রহনপুর থেকে ম্যাংগো ট্রেনটি আম ছাড়া দুপুর ২ টায় রওনা হয়েছে।"
তিনি আরোও জানান "এলাকায় লকডাউন চলমান থাকায় এবং আজকে রহনপুরে অনেক বৃষ্টিপাত ঘটায় আম ছাড়াই ট্রেইনটি ছেড়ে গেছে।"

আম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানায়; গতবছর এ স্পেশাল ম্যাংগো ট্রেনটি উদ্বোধন করা হয়েছিলো,তখনও আমাদের কেউ কিছুই বলেনি। এ বছরেও একই ঘটনা ঘটেছে"।

রহনপুরের বোয়ালিয়া এলাকার মিনারুল ইসলাম জানান " আমি জানিনা স্পেশাল ট্রেন উদ্বোধনের কথা। আমার ছোট থেকে আঃ মুকিম ফেসবুক দেখে আমায় ট্রেন উদ্বোধনের কথা জানায়"।

May 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় লিচু কুড়াতে গিয়ে এক কিশোর, বিলে ধান মাড়াই করতে গিয়ে এক কৃষক, গোমস্তাপুরে আম কুড়াতে গিয়ে ২ কিশোরীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।এ সংবাদটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ও গোমস্তাপুর থানার দিলিপ কুমার দাস।সোমবার (২৪ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।



নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২)।সদর উপজেলার নামো হড়মা এলাকার এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬)।রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী(১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর এলাকার নাজমুল হোসেনের মে শাহিদা খাতুন (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করতে গিয়ে কৃষক রবিউল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

 গোমস্তাপুর থানার ওসি জানান, মৃত কিশোরীরা ঝড়ের সময় আম কুড়াতে বাগানে যায়।সে সময় বজ্রপাতের আঘাতে তারা গুরতর আহত হয়।তাদের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুরে বজ্রপাতে দুই কিশোরীর মৃত্যু

গোমস্তাপুরে বজ্রপাতে দুই কিশোরীর মৃত্যু


ফাইল ছবি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২ কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুর ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়ায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হল,রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি(১২)ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০)। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান,  সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঝড়-বৃষ্টির সময়  ওই কিশোরীরা নিজ নিজ এলাকায়  আম বাগানে আম কুড়াতে যায়।  সে সময় বজ্রপাত হলে তারা গুরুত্বর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।

May 22, 2021

গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন

গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিপক্ক আম পাড়া এবং বাজারজাত করণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে রেল স্টেশন সংলগ্ন আম বাজার চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ মোঃ মঞ্জুরুল হাফিজ।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার (ওসি) দিলীপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, আমচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন লালান  প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে আম বাজারজাত করন ও কোনরকম ফরমালিন ব্যবহার ছাড়াই পরিপক্ক আম সঠিকভাবে এবং সঠিক নিয়মে বাজারজাত করণের জন্য আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।

May 21, 2021

গোমস্তাপুরে স্বাস্হ্যবিধি অমান্য করার দায়ে জরিমানা

গোমস্তাপুরে স্বাস্হ্যবিধি অমান্য করার দায়ে জরিমানা


গোমস্তাপুরে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্যসহ মাস্ক পরিধান না করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ও দুপুরে যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে এ অভিযান পরিচালিত করেন। দু'টি ভ্রাম্যমান আদালতে প্রায় ১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, করোনার দ্বিতীয় টেউয়ে সারাদেশের মত সংক্রিমত হচ্ছে গোমস্তাপুর উপজেলার লোকজন। এ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানতে এ অভিযান পরিচালিত হয়।

রহনপুর পৌর এলাকার বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল ও দোকানগুলোতে ভিড়সহ অনেকের মুখে মাস্ক পরিধান না থাকায় জরিমানা করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনসহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এর নেতৃত্বে এ ধরনের আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

May 18, 2021

গোমস্তাপুরে সাংবাদিক সংগঠনের মানববন্ধন

গোমস্তাপুরে সাংবাদিক সংগঠনের মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন করেছে ৩টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও রহনপুর রিপোটার্স ক্লাব এর যৌথ উদ্দ্যোগে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবে সভাপতি আতিকুল ইসলাম আজম।

মনববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, নুহ আলম, আবুল কালাম, সারওয়ার জাহান সুমন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক সাদেকুল ইসলাম ও সেরাজুল ইসলাম টাইগার। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।

May 15, 2021

রহনপুরে উত্তুরে হুনুমানের কামড়ে আহত ১

রহনপুরে উত্তুরে হুনুমানের কামড়ে আহত ১


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার রহনপুরে উত্তুরে হুনুমানের কামড়ে একজন আহত হয়েছে। আজ শনিবার (১৫ মে) বেলা ১১টায় রহনপুরের হুজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই উত্তুরে হুনুমানের কামড়ে আহও হওয়া ব্যক্তি হলেন- আঃ সামদের ছেলে মোরশালীন (১৯)। এ সংবাদটি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

তিনি আরোও জানান; গুরতর জখম হওয়া মোরশালীন (১৯)। রহনপুরের বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই হুনুমান আম গাছ থেকে লাফ দিয়ে এসে ওই ব্যক্তির ঘাড়ে এসে বসে। এ সময় তার ঘাড়ে হুনুমান তার নখ দিয়ে আঁচড়ে দেয়। ফলে তার ওই জায়গা ক্ষতসৃষ্টি হয়। রক্তক্ষরণ হলে তাকে স্হানীয়রা স্হানীয় স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজে ( রামেক) প্রেরণ করেন।

এর আগে এ উত্তুরে হুনুমান ভোলাহাটে অবস্থান করছিলো। ভোলাহাটে থাকাকালীন সময়ে ৫জনকে আঁচড় দিয়ে গুরতর আহত করে। তাদের মধ্যে ১ জনের অবস্হা এখনও আশঙ্কা জনক।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা এলাকায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ধান কাটার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে । ওই সময় আরো ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়। শনিবার(১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। 

আহতরা হলেন; গোমস্তাপুরের চৌডালা এলাকার তাজেমুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম (৩২), নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩), আমজাদ আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০),মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), নুর মোহাম্মদের ছেলে বুলবুল (৩৫), জমিদার সর্বের ছেলে সাইদুল ইসলাম (৩৬)।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সথে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক এর উপরে থাকা ৩ জন ধান কাটার শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান । এ সময় আরো আহত ৬ জন শ্রমিককে স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দি দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন; নিহত ও আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাসিন্দা।

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান; নিহত ৩জনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ নিয়ম কানুন মেনেই মরদহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে আহত ৬জন শ্রমিককে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলমান আছে। ওই ট্রাকসহ ভূটভুটিকে জব্দ করা হয়েছে।