May 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় লিচু কুড়াতে গিয়ে এক কিশোর, বিলে ধান মাড়াই করতে গিয়ে এক কৃষক, গোমস্তাপুরে আম কুড়াতে গিয়ে ২ কিশোরীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।এ সংবাদটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ও গোমস্তাপুর থানার দিলিপ কুমার দাস।সোমবার (২৪ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।



নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২)।সদর উপজেলার নামো হড়মা এলাকার এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬)।রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী(১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর এলাকার নাজমুল হোসেনের মে শাহিদা খাতুন (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করতে গিয়ে কৃষক রবিউল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

 গোমস্তাপুর থানার ওসি জানান, মৃত কিশোরীরা ঝড়ের সময় আম কুড়াতে বাগানে যায়।সে সময় বজ্রপাতের আঘাতে তারা গুরতর আহত হয়।তাদের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com