May 28, 2021

রহনপুর থেকে আম নিয়ে যায়নি ম্যাংগো ট্রেন


চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ম্যাংগো স্পেশাল ট্রেনটি আম না নিয়ে রহনপুর রেলস্টেশন থেকে চলে যায়। ওই রেলস্টেশন মাষ্টারের দাবী জেলায় কঠোর লকডাউন ও বৃষ্টির জন্য আম ব্যবসায়ীরা আম নিয়ে স্টেশনে আসেনি। এদিকে আম ব্যবসায়ীরা বলছেন; আমাদের জানায়নি ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধনের কথা।

গতকাল (২৭ মে) বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনটি গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যম কর্মীদের রেল কতৃপক্ষ জানায়; উদ্বোধনের পর ওই স্পেশাল ট্রেনটি রহনপুর রেলস্টেশনে গিয়ে থামবে। সেখানে থেকে যথা সময়ের মধ্যে আম বোঝায় করে ঢাকার পথে রওনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২ টা ৩৫ মিনিটে বাশি বাজিয়ে ট্রেনটি উদ্বোধনের ঘোষণা দেয়। ওই সময় ট্রেনটি রহনপুর রেলস্টেশনে দুপুর দেড়টায় পৌঁছে। আম না পেয়ে দুপুর ২টায় রওনা দেয়।

রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল হোদা বলেন, "রহনপুর থেকে ম্যাংগো ট্রেনটি আম ছাড়া দুপুর ২ টায় রওনা হয়েছে।"
তিনি আরোও জানান "এলাকায় লকডাউন চলমান থাকায় এবং আজকে রহনপুরে অনেক বৃষ্টিপাত ঘটায় আম ছাড়াই ট্রেইনটি ছেড়ে গেছে।"

আম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানায়; গতবছর এ স্পেশাল ম্যাংগো ট্রেনটি উদ্বোধন করা হয়েছিলো,তখনও আমাদের কেউ কিছুই বলেনি। এ বছরেও একই ঘটনা ঘটেছে"।

রহনপুরের বোয়ালিয়া এলাকার মিনারুল ইসলাম জানান " আমি জানিনা স্পেশাল ট্রেন উদ্বোধনের কথা। আমার ছোট থেকে আঃ মুকিম ফেসবুক দেখে আমায় ট্রেন উদ্বোধনের কথা জানায়"।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com