Jun 28, 2022

প্রায় স্কুল বাদ দিতাম, এখন আর দিব না


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি এলাকার বাসিন্দা অভি। তার বাবার নাম ভারত। সে মহিপুর প্রত্যাশা ক্যাডেট স্কুলে ৮ম শ্রেনীতে পড়ালিখা করে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৮ কিলো মিটার। তাকে হেটে যেতে লাগে প্রায় ৪০ মিনিট। স্কুল দুরে হওয়ায় ঠিকমতো যাওয়া হতো না তার। কালো রঙের একটি সাইকেল পেয়ে খুব খুশি অভি।


সাইকেল হাতে পেয়ে ফুরফুরা মনে অভি বলেছে; ‘এখন থেকে প্রতিদিন স্কুলে যাবো, আর স্কুল বাদ দিব না। আগে স্কুলে হেঁটে যেতাম, ক্লাসে ধরতে দেরি হতো। স্কুল দুরে হওয়ায় মাঝেমধ্যে স্কুলে যেতাম না। খুব কষ্ট হতো। বাবা টাকার অভাকে সাইকেল কিনে দিতে পারেনি। আজ সাইকেল পেয়ে আমি খুব খুশি।এখন আর স্কুলে পৌছাতে সমস্যা হবে না। যথা সময়ে স্কুলে পৌঁছাবো।’

সোমবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থ-সামাজিক ও মানব সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় ৭৫ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।এদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থী রয়েছেন।


জেলা প্রশাসনের সহযোগিতায় সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।সাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, সহকারী পরিচালক (যোগাযোগ) আলেয়া ফেরদৌস, জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দিনস্হ অনান্যরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com