Aug 14, 2022

সমিতির সভাপতি সৈয়দ নুরুল, সম্পাদক ইকবাল

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জেলা শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশেষ অবদান রেখেছেন। এছাড়াও তার নিজস্ব উপজেলায় বিভিন্ন সময়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাড়িয়েছেন।হাজার হাজার মানুষকে জিকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছেন।


ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন।

জানা গেছে; ' চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা ভোটে মনোনয়ন পত্র প্রদানের শেষ দিন ছিল ১৪ আগস্ট। নিদিষ্ট সময়ের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল মনোনয়ন দাখিল না করায় নুরুল ইসলাম সমর্থিত প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এ সমিতির চলতি বছরের ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল।'

সৈয়দ নুরুল ইসলামের প্যানেলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল লতিফ, ফিরোজ আহমেদ। সহ-সম্পাদক ডাক্তার রেজাউল করিম কাজল। কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সামিরুল হক মিন্টু, মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম, কুতুবুদ্দিন, আবুল কালাম আজাদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান। শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বিভাষ কুমার সরকার। সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া। দপ্তর সম্পাদক কাজেম উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন; ' কার্যনির্বাহী সদস্য পদ আছে ১৬ জন। তারমধ্যে ১২ জনের নাম ঘোষণা হয়েছে, আরও ৪ জনের নাম ঘোষণা বাকি আছে। এছাড়াও মহিলা বিষয়ক পদ খালি আছে। শিগগির এ পদগুলোতে দায়িত্ব দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম নিবাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেশুর রহমান, শিবগগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলামসহ আরও অনেকে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com