Jun 12, 2022

চাঁপাইনবাবগঞ্জে প্রকল্প পরিদর্শন করলেন ডিজি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি কর্তৃক বাস্তবায়নকৃত ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রোববার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন তিনি। মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে ব্যবহার, সুফল এবং সমস্যা নিয়ে তিনি উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন।

দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ রাজু জানান, এই প্রকল্পের আগে বরেন্দ্র এলাকার উচু-নিচু জমিতে বছরে একটি মাত্র ফসল হতো, এখন নদীর পানি পাওয়ায় বছরে ৩টি করে ফসল ফলাচ্ছে উপকারভোগীরা।


দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, সমিতির আওতায় উপকারভোগীরা তাদের জমানোকৃত সঞ্চয় সদস্যদের ঋণসহ বিভিন্ন আয়বর্ধকমুলক কর্মসুচী হাতে নেয়ায় এই প্রকল্পের অনেকই স্বাবলম্বী হয়েছে। এমনকি অনেকেই গবাদি, হাঁস-মুরগি পালন, মৎস্য, ক্ষেতখামারে শাকসব্জি চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এলাকায় অনুকরণীয় হয়েছেন।


পরিদর্শনকালে ডিজি'র সাথে ছিলেন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ হানিফ, এলজিইডি’র রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মেহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুনিরুজ্জামানসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com