নিজস্ব প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস এর একটি বাসকে জরিমানা করেছে বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জের ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে শহরের অক্ট্রয়মোড়ে গ্রামীণ ট্রাভেলস এর বাসটিকে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৯) আট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ।
জানা যায়, গ্রামীণ ট্রাভেলস এর বাসটির (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৯) ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ হবার কারণে জরিমানা করা হয়।
বাসটির সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, ঢাকা স্ট্যান্ডে যাত্রী উঠানোর জন্য গাড়ীটি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অক্ট্রয় মোড়ে বাসটির কাগজপত্র চেক করে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালত। ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আট হাজার টাকা জরিমানা করেছে।
এসময় বিআরটিএ'র মটর পরিদর্শক শাহজামান এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

