Feb 24, 2022

ফেসবুকে কুরুচিপূর্ণ কমেন্টঃ থানায় এজাহার

নিজস্ব প্রতিনিধিঃ


ফেসবুকে স্ট্যাটাসে কুরুচিপুর্ণ ও মানহানীকর মন্তব্য করার দায়ে এক যুবকের বিরুদ্ধে ভোলাহাট থানায় এজাহার দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। বুধবার স্বশরীরে থানায় হাজির হয়ে লিখিত এজাহার করেন শাহনাজ খাতুন।

এজাহার সুত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি শাহনাজ খাতুন তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। স্টাটাসে ক্ষুব্ধ হয়ে ঐ যুবক আপত্তিকর মন্তব্য করেন। যার ফলে সমাজে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের মানহানি হয়েছে এবং এরফলে আইনশৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিয়েছে। তাই তিনি থানায় এজাহার দিয়েছেন।

আপত্তিকর মন্তব্যকারী যুবক নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের নুরুল ইসলাম গোমার ছেলে সাদিকুল ইসলাম (৩৫)।

ভোলাহাট থানার ওসি মাহবুব জানান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com