Nov 9, 2021

শিশু ইউনিটের উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ


পুঠিয়ায় গ্রামীণ হাসপাতালে শিশু ইউনিটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিশু ইউনিটটি চালু করা হয় পুঠিয়া উপজেলা সদরের শ্রমীক ইউনিয়ন ভবনের দ্বিতীয় তলায়। শিশু ইউনিটের উদ্বোধন করেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইমদাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা নিতে আসা শিশু ও অভিভাবকগণ। 

উদ্বোধন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এসময় শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইমাদাদুল হক হাসপাতালে আগত শিশুদের ফ্রি চিকিৎসা দেন।  

জানা গেছে, পুঠিয়া সদরে অবস্থিত গ্রামীণ হাসপাতালের শিশু ইউনিটটি গত ৪ বছর যাবৎ ইনডোর ও আউটডোরের শিশুদের সকল প্রকার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুঠিয়ার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইমদাদুল হকের তত্তাবধায়নে সফলভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। 
হাসপাতালে প্রতিদিন প্রায় ১০ জন শিশু রোগী ভর্তি হয়ে থাকে। অত্র অঞ্চলের গ্রামীণ হাসপাতালটি শিশুদের চিকিৎসার জন্য একটি আধুনিক ও অত্যন্ত নির্ভরযোগ্য হাসপাতাল হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। 

গ্রামীণ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইমাদাদুল হক বলেন, তিনি এ  হাসপাতালে প্রতিদিন দু'বার চিকিৎসা সেবা দিয়ে থাকেন। হাসপাতালে ভেন্টিলেশন ছাড়া, বেবী ওয়ারমার্ক মেশিন, ফটোথেরাপী ইউনিক এবং ইনকিউবেটর মেশিনসহ শিশুদের সকল প্রকার চিকিৎসা সেবা দেওয়ার আধুনিক যন্ত্রপাতি রয়েছে। অত্যন্ত অল্প খরচে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং সকল কর্মচারীগণ দিন রাত নিরলসভাবে সেবা দিয়ে থাকে। 

ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে হাসপাতলটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে গড়ে তোলার কথা জানান এ চিকিৎসক। 
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com