নিজস্ব প্রতিনিধিঃ
মাত্র তিন মিনিটের ব্যবধানে চুরি হওয়া মটরসাইকেলটি ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে নিদারুন হতাশায় মটরসাইকেলটির মালিক সাবেক সেনা সদস্য শাজাহান আলী।
শাজাহান আলী জানান, গত ১১ নভেম্বর তার মটরসাইকেলটি (নওয়াবগঞ্জ ১২-২৫৮৩) কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। সেদিন গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের নির্বাচন চলছিল।
১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার সময় মটরসাইকেল যোগে বাসুদেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বালিয়াঘাটা গ্রামের গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সে ও তার স্ত্রী ভোট দিতে যান। মটরসাইকেলটি বালিয়াঘাট্টা মার্কেটের তুবা ফার্মেসীর সামনে রেখে ভোট দিয়ে ফিরে এসে দেখেন তার মটরসাইকেলটি নাই। অনেক খোঁজাখুঁজির পর মটরসাইকেলটি তিনি পাননি। এমর্মে তিনি গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।
তিনি জানান, মটরসাইকেল সে বালিয়াঘাটা গ্রামের মোঃতরিকুল ইসলামের ছেলে মোঃ রবিকুল হাসান (৩৯) এর নিকট হতে ক্রয় করেছেন। তাই থানায় রকিবুল হাসানকে অভিযোগকারী করা হয়েছে।
শাজাহান জানান, সেদিন ওই মার্কেটের এক দোকানের সিসি ফুটেজ দেখে চোর মটরসাইকেলটি চাঁপাইনবাবগঞ্জের দিকে চালিয়ে নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া গেছে। ফুটেজের সময় দেখে জানতে পারেন মটরসাইকেলটি রাখার মাত্র তিন মিনিটের ব্যবধানে মটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।সিসি ফুটেজটি গোদাগাড়ী থানা পুলিশকে দেয়া হয়েছে। তারপরও ৮ দিনেও মটরসাইকেলটি উদ্ধার হয়নি। তিনি বলেন, মটরসাইকেলটি চুরি যাবার পর থেকে তিনি মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন।
এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি। সিসি ফুটেজ দেখে চোর শনাক্ত করে মটরসাইকেলটি উদ্ধার করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।