May 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের সড়ক দূর্ঘটনায় ১জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের ফের সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ মে) গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর এলাকার দামদিপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে নওগাঁ জেলার পোরশা উপজেলার মসাবই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী পূজা ওরফে মতি বামনি (৪৫)।

খোঁজ নিয়ে জানা যায়; গোমস্তাপুর থেকে আড্ডা হাইওয়ে সড়কে দামদিপুর এলাকার প্রধান সড়কের পাশে  জখম হয়ে রাস্তার পাশে পড়ে ছিলো ওই পুজা। স্হানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে ওই মহিলাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে তার পায়ের উপর দিয়ে ভারি কোন যানবাহন চাপা দিয়ে চলে গেছে। যার ফলে তার পায়ের গোড়ালী বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার। তিনি জানান; ভোর ৬ টায় ওই মহিলার মৃত্যু হয়। তার পরিবারের কাছে খবর দেয়া হলে,তারা থানায় আসে। পরে ওই মহিলার কন্যা নিরমনিসহ (২৫) পরিবারের লোকজনকে লাশ হাস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com