May 10, 2021

চাঁপাইনবাবগঞ্জে ঈদে বেড়েছে যানজট




চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপলক্ষে বেড়েছে রাস্তায় যানজট। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলায় সব রকমের গাড়ি চলতে দেখা গেছে। সবচেয়ে বেশি অটো ও সিএনজি রাজত্ব বেশি ছিলো জেলা সবগুলো সড়কগুলো। গাড়ির চাপে কিছু কিছু সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে। 

ঢাকা থেকে বাড়িতে ঈদ করতে এসেছে জাহাঙ্গীর আলম। পেশায় তিনি রাজমিস্ত্রি। তিনি বলেন; আমি ৩ মাস আগে ঢাকা গেছিলাম। বাড়িতে খাওয়ার কিছুই ছিলোনা। ঈদ করতে বাড়ি এসেছি।

শিবগঞ্জের এক বাসিন্দা আশরাফ ইসলাম। তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। গাড়ির জন্য অপেক্ষা করছে বিশ্বরোড মোড়ে। তিনি বলেন; আমি ৫ মাস আগে দুটা মেয়ে কে রেখে মাটি তোলার কাজ করতে কুষ্টিয়া গেছিলাম। এখন আমি ঈদ করতে বাড়িতে এসেছে। কুষ্টিয়া গিয়ে কোন লাভ হয়নি। আমার থাকা আর খাওয়া বাবদ সব টাকায় চলে গেছে। এবার ঈদে বাড়ি আসলাম কী খাবো? আর মেয়ে দুটাকে কী দিবো।

বিশ্বরোড মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন এক সার্জেন্ট । এর পাশাপাশি মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছিলেন তিনি। 

জানতে চাইলে ওই ট্রাফিক বলেন, এখন সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। তাই যারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যেসব যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে, সেগুলোকে আটকানো হচ্ছে না।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com