May 19, 2021

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফিরলেন ২৪ জন


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছেন করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। বুধবার এই বন্দর দিয়ে ২৪ জন প্রবেশ করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, সকাল থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১২ জন বাংলাদেশি প্রবেশ করেছেন, যারা ভারতে পরিস্থিতিতে আটকা পড়েছিলেন। 

এই ২৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য বিভাগের নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে।
করোনাভাইরাসের মহামারি সংক্রমন পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে আসার জন্য বেনাপোল বন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশেনের অনুমতি দেয় সরকার।

গত রোববার থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেয়া শুরু করলেও আজ প্রথমবারের মতো সোনামসজিদ স্থল বন্দরের দিয়ে প্রবেশ করেছেন ২৪ জন। ভারত থেকে ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইনের জন্য চাঁপাইনবাবগঞ্জে ১ ও শিবগঞ্জে দুটি আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সোনামসজিদ ডাক বাংলোতেও করেন্টাইন সেন্টার চালু করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com