চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে একজনের
মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর গ্রামের আঃ সালামের ছেলে জয়নার আবেদিন
(৪৫)। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আজহার। তিনি জানান, বাড়ির উঠানে রাতের বেলায় বসে ছিলো জয়নার আবেদিন। হঠাৎ সে ছটপট করতে থাকে।পায়ের দিকে টর্চলাইট দিয়ে আলো দেখালে তার ডান পায়ে ক্ষত চিহ্ন দেখা যায়।
তার পায়ের ব্যথা ক্রোমশেই বাড়তে থাকে। হঠাৎ তার পায়ের ওই ক্ষত স্থানের দিকে
তাকাতে গিয়ে সাপের কামড়ের চিহ্নের মতো দেখা যায়।স্থানীয়রা এক পর্যায়ে নিশ্চিত হন,
যে ওই চিহ্নটি সাপের কামড়ের চিহ্ন।তাকে তার আত্মিয়-স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে
নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।তিনি জানান,
আমি ঘটনাটি শুনেছি।এ মর্মে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
