Apr 11, 2021

বিয়ে করলে কি বিসিএস পরীক্ষা দেয়া যায়?


বাংলাদেশে সরকারি চাকরিগুলোর মধ্যে কিছু চাকরিতে বিবাহিত প্রার্থীদের গ্রহণযোগ্যতা নেই। কিন্তু বিসিএস এমন একটি চাকরি পরীক্ষা যেখানে আপনাকে কতগুলো নিয়মনীতির উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে। যেমন,

১/ ন্যূনতম স্নাতক পাশ এবং স্নাতকের সর্বনিম্ন ফলাফল ২.৫০।

২/ সার্টিফিকেটের বয়স অবশ্যই ৩০-এর মধ্যে হতে হবে।

৩/ শারীরিক প্রতিবন্ধকতা থাকলে বিসিএস-এর চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আরও কিছু বিষয়াবলি আছে যদিও

এবার উত্তরে আসি; পূর্বে বলেছি, সার্টিফিকেটের বয়স ৩০ এর মধ্যে হলে আপনি যতবার ইচ্ছে পরীক্ষা দিতে পারবেন এবং বিবাহিত কী অবিবাহিত তাতে কোন সমস্যা নেই। এমনো বিসিএস ক্যাডার রয়েছে যারা বিবাহিত জীবনে সন্তান-সন্তানাদি থাকা পরও বিসিএস পরীক্ষা দিয়ে সফল হয়েছে। যদি ইচ্ছে থাকে অদম্য, তাহলে বিবাহিত বা অবিবাহিত যা-ই হোক না কেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com