Apr 11, 2021

বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা





বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালক নিহত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে পৌর শহরের চন্ডিপাশা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক আজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের ছেলে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মাসুদ খান। তিনি বলেন, বালুবোঝাই ট্রাকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পৌর শহরের চন্ডিপাশা নামক স্থানে আসতেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com