রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক মহানগর ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টাল। এর সম্পাদক সুমন হোসেন। তার সাথে অসদাচারণের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই পুলিশ সদস্য হচ্ছে- কাটাখালি থানার ওসি তদন্ত মতিয়ার রহমান ।
জানা যায়; গত বৃহস্পতিবার রাতে পেশাগত কাজের কারনে সাংবাদিক সুমন রাজশাহীর চৌমুহনী বাজার গেছিলো। তার কাছে ওসি তদন্ত মুভমেন্ট পাস দেখতে চাইলে; দেখাতে পারেনি ওই সাংবাদিক (সাংবদিকের মুভমেন্ট পাস লাগবেনা- আইজিপি)। এ কারণে ওসি তদন্ত অসদাচরণ করেন বলে অভিযোগ করেন সাংবাদিক সুমন।
সাংবাদিক সুমন বলেন; আমি যখন পরিচয় দিলাম আমি সাংবাদিক। তখন আরোও ক্ষিপ্ত হয়ে গিয়ে অসংগতি পূর্ণ কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে আমাকে থানার হাজতে বন্দি করার হুমকিও দেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল সাংবাদিক মহল।
কাটাখালীর থানার ও.সি বলেন; আমি কিছুই জানিনা। যদি এরকম ব্যবহার করে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে। উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন; এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
