Apr 23, 2021

তদন্ত ওসির বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ


রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক মহানগর ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টাল। এর সম্পাদক সুমন হোসেন। তার সাথে অসদাচারণের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই পুলিশ সদস্য হচ্ছে- কাটাখালি থানার ওসি তদন্ত মতিয়ার রহমান ।

জানা যায়; গত বৃহস্পতিবার রাতে পেশাগত কাজের কারনে  সাংবাদিক সুমন রাজশাহীর চৌমুহনী বাজার গেছিলো। তার কাছে ওসি তদন্ত মুভমেন্ট পাস দেখতে চাইলে; দেখাতে পারেনি ওই সাংবাদিক (সাংবদিকের মুভমেন্ট পাস লাগবেনা- আইজিপি)।  এ কারণে ওসি তদন্ত অসদাচরণ করেন বলে অভিযোগ করেন সাংবাদিক সুমন।

সাংবাদিক সুমন বলেন; আমি যখন পরিচয় দিলাম আমি সাংবাদিক। তখন আরোও ক্ষিপ্ত হয়ে গিয়ে অসংগতি পূর্ণ কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে আমাকে থানার হাজতে বন্দি করার হুমকিও দেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল সাংবাদিক মহল। 

 কাটাখালীর থানার ও.সি বলেন; আমি কিছুই জানিনা। যদি এরকম ব্যবহার করে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে। উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।  তিনি বলেন; এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com