Apr 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের দেহে করোনা শনাক্ত
হয়েছে। 

গতকাল সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে তার রিপোর্ট পজিটিভ হয়। আক্রান্ত ব্যক্তি নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাসিন্দা

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে চিকিৎসাসেবা নিতে আসে ওই ব্যক্তি। করোনা উপসর্গের লক্ষণ থাকায় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার দেহে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি।তিনি জানান, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে তার নিজ বাড়ীতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তিনি আরোও জানান; গত ১৭ এপ্রিল থেকে ৭ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করে মোট জন রোগী শনাক্ত হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com