Apr 8, 2021

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে মাস্কের ব্যবহার

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে দেখা গেছে বেশ কজন রিক্সা ও সিএনজি চালক বসে আছে। মাথার ওপর কড়া রোদের তাপে ঘামছেন তারা। রঙিন একটি গামছা মাথায় বাঁধার পাশাপাশি মুখেও পেঁচিয়ে রেখেছেন রিক্সাচালক তরিকুল। কেউ যদি মাক্স ছাড়া বাইরে হচ্ছে,সেও বাইরের দোকানে গিয়ে মাক্স কিনে মুখে দিচ্ছেন। ‍অনেক গৃহীনিকে দেখা যাচ্ছে , তদের ব্যবহারিক ওড়না মুখে পেঁচিয়ে থাকতে দেখা গেছে।

ছবিটি গতকাল শিবগঞ্জে তোলা হয়।

মুখে মাস্ক কেন পরেননি এ প্রশ্ন করতেই হকচকিত হয়ে রিকশাচালক তরিকুল ইসলাম জানান , মুখে মাস্ক পরে বেশিক্ষণ রিকশা চালালে দম বন্ধ হয়ে আসে। তাছাড়া গরমে মাস্ক ভিজে যায়। করোনার সংক্রমণ বৃদ্ধিতে তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করে বলেন, গামছা দিয়ে মাস্ক বানিয়ে মুখে পেঁচিয়ে রাখেন। মাঝে মাঝে খুলে ঘামও মোছেন। এতে কোনো সমস্যা আছে কি না তা জানতে চান।

শুধু তরুণ এই রিকশা চালকই নন, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতনতা অনেক বেড়েছে। লকডাউনের আগেও অধিকাংশ মানুষ মাস্কবিহীন ঘোরাফেরা করলেও গত দুদিনে এ পরিস্থিতি পাল্টে গেছে। জীবন-জীবিকার তাগিদে যারা ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের প্রায় সবাই মুখে মাস্ক পরিধান করছেন।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার মধ্যেই মাস্ক পরিধানের প্রবণতা বেড়েছে। সরকার ঘোষিত লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। লকডাউন পালনে মানুষের মধ্যে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেলেও মাস্ক ব্যবহারে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই মাস্ক পরিধানের ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

বর্তমানে দেশে করোনার সংক্রমণ বেড়েই চলছে। মঙ্গলবার দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়। এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন ঘোষণা করা হলেও আজ থেকে আবার সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

মঙ্গলবার (৬ এপ্লিল) জেলার মার্কেট ও বণিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়। তখন তারা বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে চান তারা। জেলা প্রশাসন যদি তাদের দাবি না মানেন তাহলে তারা মানববন্ধন করবে বলেও জানান তারা। তারা আশা করছেন আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে সরকারের কাছ থেকে ভালো কোনো খবর পাবেন। লকডাউনের সময়সীমা বাড়বে নাকি লকডাউন প্রত্যাহার হবে, তা আজ জানানো হবে বলে জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচেতন নাগরিকরা বলছেন, পেটের দায়ে বের হচ্ছে মানুষ। গত বারের করোনার ধাক্কা এখনোও অনেকে সামাল দিতে পারেনি। মানুষ মুখে মাস্ক দিচ্ছে এবং পেটের দায়ে বের হচ্ছে। এটি একটি ভালো দিক।

জেলা সিভিল সার্জন বলছেন, জেলায় মাস্ক ব্যবহারের সংখ্যা বেড়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত ৮৬১ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com