গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে ইমাম, পুরোহিত, কাজী, এবং ইউপি মহিলা সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সমাজ কল্যাণ কমিটি ও উপজেলা পরিষদের আয়োজনে এবং ইউজিডিপি ও জাইকা'র সহায়তা এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি)শাহরিয়ার নজির, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাইকার প্রতিনিধি আখতার হোসেন। কর্মশালায় মোট ১০০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।
