চাঁপাইনবাবগঞ্জে আলাউদ্দিন (৩৫) নামে একজন নিজের উপর বিরক্ত হয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। সে ইলিশমারী এলাকার মোজাম্মেল হকের ছেলে। আলাউদ্দিন আজ সোমবার সকালে নিজ বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
সদর থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান; মৃত আলাউদ্দিন শারীরিক ভাবে প্রতিবন্ধী ছিলেন। তার সাথে এমন ঘটনা মেনে নিতে পারছিলোনা। তাই নিজের উপর বিরক্ত হয়ে বিষ খেয়ে ফেলে। তার পরিবারের জন্য সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
