Apr 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বৃষ্টি


প্রায় ৭ মাস পর হঠাৎ বৃষ্টি হলো চাঁপাইনবাবগঞ্জে। এ বৃষ্টির অপেক্ষায় ছিলো আম চাষিরা। খোঁজ নিয়ে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ সদরের কিছু এলাকা, শিবগঞ্জের কিছু এলাকায় এ বৃষ্টি হতে দেখা যায়। রোববার সাড়ে ৯টায় ৮ মিঃ ধরে এ বৃষ্টি হয়।


এমনিতে আজ বেলা বাড়ার সাথে সাথে প্রখর রোদ্রের কারণে গরম আবহাওয়া বইছিলো। এতে পথচারীরা অনেকটা বিব্রতভাব প্রকাশ করে। বিশ্বরোডে এক রিক্সাচালক তোজাম্মেল হক জানান; আজকে গত দিনের চাইতে রোদ্রের তাপ বেশি। একটু পর পর তৃষ্ণা লাগছে। আর গমরে অস্বস্তি ভাব মনে হচ্ছে।

সুত্র হতে জানা যায়; আজ চাঁপাইনবাবগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস।  তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা ছিলো ২৯ ডিগ্রি সেলসিয়াস।

সদর উপজেলার আম চাষি মারুফ। তিনি আমার চাঁপাই কে জানান; সন্ধা নামার পর পর গরম লাগছিলো। এতে ভাবলাম বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ পর শিতল হাওয়া বইছিলো; হাঠাৎ বৃষ্টি এসেছে। অনেকটা স্বঃস্থি পেয়িছে। আম বাগানের মাটিতে বৃষ্টির সেভাবে না পড়লেও আমের গুটির গোড়ায় ছোঁয়া পেয়েছে।

শিবগঞ্জের আম চাষি আমির হোসেন। তিনি জানান; সন্ধার দিকে শিবগঞ্জে মেঘলা আকাশ দেখা দিলো। তারপর পরই শিতল হাওয়া বইছিলো। সে ভাবে বৃষ্টি না হলেও তবে কিছুটা স্বস্তি পেয়েছি বলে বিধাতার কৃতঙ্গতা স্বিকার করলেন।

সংবাদ লিখার সময়; শিতল হওয়া বইছিলো। আর আকাশে মেঘের গর্জন ছিলো। মনে হচ্ছিলো ফের বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com