Apr 20, 2021

চাঁপাইনবাবগঞ্জে কোথাও কঠোর,কোথাও ঢিলেঢালা লকডাউন


করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ তবে চাঁপাইনবাবগঞ্জে চলমান এ লকডাউনে বিধিনিষেধ আরোপে কোথাও দেখা গেছে কঠোরতা, আবার কোথাও ঢিলেঢালা। জেলা শহরের কোনো কোনো সড়কে যানবাহনের চাপও দেখা গেছে।মঙ্গলবার (২০ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, লকডাউনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষ সিএনজি ও রিকশায় যাতায়াত করছেন। কোথাও কোথাও পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাদের। আবার কোথাও স্বাভাবিকভাবেই যাতায়াত করা যাচ্ছে।পুরো সড়কজুড়েই সেরকম রিকশা আর সিএনজির আধিপত্য না থাকলেও ব্যাটারী চালিত অটো চোখে পড়ার মতো। আর সড়কে মানুষের সেরকম দেখা যায়নি।

একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, ‘লকডাউনে রাস্তায় চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকে বিনা প্রয়োজনেও রাস্তায় বের হচ্ছেন।বের হয়ার কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। তবে জরুরি সেবায় সম্পৃক্ত ব্যক্তিরা অবাধে চলাচল করতে পারছেন।’

ব্যাংক কর্মকর্তা সুজন মাহমুদের। তিনি বলেন, ‘লকডাউনের শুরু থেকেই অফিস করতে হচ্ছে। যেহেতু ব্যাংকিং কার্যক্রম চলছে তাই আমাদের অফিসে যাতায়াত করতে হয় রাস্তায় যানবাহন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। বাড়তি ভাড়া দিয়েই রিকশা করে অফিসে যেতে হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com