চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন কমিটির সভা হয়েছে। রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হামিমুল রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ, উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক সাহিদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্কাউটস লিডার এবং সদস্যবৃন্দ।
সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা-উপজেলায় পালনে গুরুত্বারোপ করা হয় এবং জেলার উন্নয়নে সকলকে নিষ্ঠার সাথে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
