মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আগামী ২৭-২৮ মার্চ জেলা কালেক্টরেট চত্বরে এ মেলা হবে। রোববার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হামিমুল রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ, উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক সাহিদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্কাউটস লিডার এবং সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জন এক বিরাট গৌরবের এবংআনন্দের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। সমগ্র দেশবাসীকে সম্পৃক্ত করে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন কর্মসুচী একযোগে আগামী ২৭ ও ২৮ মার্চ ২দিনব্যাপী উন্নয়ন মেলা আয়োজনের সিদ্ধান্ত অনুযায়ী কালেক্টরেট চত্বরে এ মেলা হবে। তবে কোভিড ১৯ এর জন্য অনুসরনযোগ্য স্বাস্থ্যবিধি মেনে এ মেলার আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। মেলায় জেলাব্যাপী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র উপস্থাপন করা হবে বলে জানা যায়।
