চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৮টি বেদেশি পেস্তল,১৪০ রাউন্ড গুলি ও ১৬ টি মাগাজিন বিক্রির উদ্দেশ্যে বহনের দায়ে আস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মোঃ আলাউদ্দিন নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল জজ- ২ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ দণ্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আলাউদ্দিন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিন মন্ডের ছেলে।
