Mar 16, 2021

এক মায়ের যাবজ্জীবন কারাদণ্ড


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২১) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  তার বাড়ি উপজেলার জোতপাড়া গ্রামে। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন মুক্তা খাতুন। নিহত ওই শিশুর নাম মাহমুদ উল্লাহ।

এর একদিন পর ২৯ এপ্রিল এ ঘটনায় বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা আবদুল্লাহ আল মামুন।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com