Mar 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটসে গিয়ে পানিতে ডুবে মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে চোরাবালিতে আটকা পড়ে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেলে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ওই ছাত্র চোরাবালিতে পড়ে মৃত্যুবরণ করে। নিহত ছাত্র, চাঁপানবাবগঞ্জ পুরাতন বাজার কাপড় পট্টি এলাকার সানাউল ইসলামের ছেলে আতিফ মোহম্মদ নিহাল (১৮)। মৃত ছাত্র হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১১ মার্চ) ৬ দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন হয়। সমাবেশের ৫ম দিনে সোমবার নিহাল বিকালে বন্ধুদের সাথে পাগলা নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান বলেন, স্থানীয়রা নিহালের মৃতদেহ উদ্ধার করে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে রেখেছি। স্থানটি শিবগঞ্জ থানার হওয়ায় লাশ সুরতহালের জন্য শিবগঞ্জ থানাকে জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com