Mar 10, 2021

চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা মসুর-৮ চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেলে নাচোলের জোনাকীপাড়া এলাকায় এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের গবেষণার অংশ হিসেবে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। 

বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ'র সহকারী প্রকেীশলী শাহ মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো.ফরহাদ হোসেন এবং পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com