Mar 17, 2021

চাঁপাইয়ে পাউরুটি কেটে শিশু দিবস পালন করায় বিক্ষোভ মিছিল


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া বৈরইতলা দাখিল মাদ্রাসায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ব্যঙ্গাত্মক ভাবে পালন করায় বোয়ালিয়া ইউনিয়নের ছাত্রলীগের আয়োজনে আজ সন্ধায় বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; বোয়ালিয়া ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি ও সাদারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; বৈরইতলা দাখিল মাদ্রাসার সুপার আঃ সালামের নেতৃত্বে পাউরুটির বদলে কেক কেটে জাতীয় শিশুদিবস পালন করা হয়। এ ঘটনায় মাদ্রাসার সুপারসহ সহকারী শিক্ষক গোলাম কবির (৪৯) মোট দুজনকে আটক করে পুলিশ।

গোমস্তাপুর থানা পুলিশ জানায়; মাদ্রাসার সুপারের ফেসবুক আইডি থেকে লাইভ করে পাউরুটি কাটে। স্হানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে পুলিশকে খবর দেয়। অতঃপর এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com