১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কালেক্টার চত্তরে এ অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ-জামান (সার্বিক) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও,জেলা গণপূর্তের কর্মকর্তা মহসিন আলী,সাংস্কৃতিক ব্যক্তিক্ত মমিমউদ্দোলা।
গতকালকে গ্রীণভিউ স্কুলে জেলা প্রশাসকের আয়োজনে সকল শিক্ষা মূলক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ করা হয়। মোট ৩০ জনকে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ শেষে জেলার ক্ষুদে শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন; সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,জেলার সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
