নিরাপদ সড়ক চেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবীতে মানববন্ধান করেছে সচেতন নাগরিক সমাজ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ছাত্র সমাজ। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন; জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী চরম আকার বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন জেলাবাসী। ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে অভিভাবক ও বিভিন্ন কর্মজীবী মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রের সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে কিনা পরিবার শঙ্কিত থাকেন। বর্তমানে জেলায় সড়ক দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়কের দাবিতে আমাদের এ কর্মসূচি।
১০ দাবী সমূহ হলো; কোলাহলপূর্ণ রাস্তাগুলোতে গতিসীমা সীমিতকরণ ও সাইন বোর্ড দিয়ে দৃষ্টি আকর্ষণ। শহরের পৌর এলাকায় পরিবেশ বান্ধাব স্পিডবেকার তৈরী। বিশ্বরোড মোড় ও বারোঘরিয়া পিস্তল চত্তরে ওভার পাশ বা ফুট ওভার ব্রিজ নির্মাণ। ট্রাফিক বিভাগকে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ী চলাচলে কড়াকড়ি নিশ্চিতকরণ। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী চালকদের বিচার নিশ্চিত করণ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত এ লং রুটকে চার লেনে প্রশস্তকরণ। অদক্ষ গাড়ী চালকদের প্রশিক্ষণ ও ফিটনেসযুক্ত গাড়ি চালাতে উদ্বুদ্ধ করণ। করিমন,লসিমন,থ্রী হুইলারসহ সকল ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়মতান্ত্রিক চলাচলের ব্যবস্থা গ্রহন। প্রতিমাসে মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহন ত্রুটি পরীক্ষা করণ। কোলাহল পূর্ণ রাস্তাগুলোতে রাস্তাপারাপারে জেব্রা ক্রোসিং স্থাপন।
এ সময় উপস্থিত ছিলেন; ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল শহিদুল ইসলাম (রানা), সচেতন নাগরিক সমাজ সদস্য সচিব জিলহাজ বিশ্বাস এবং সচেতন নাগরিক সমাজ যুগ্ন আহবায়ক হোসেন রানা, ফরহাদ হোসেন রোমান আহবায়ক ২নং ওয়ার্ড ছাত্রসমাজ এবং সদস্য সচিব শাহির আহমেদ এবং সচেতন নাগরিক সমাজ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাফি খান এবং ২নং ওয়ার্ড ছাত্রসমাজ মনির হাসান রিজন উপদেষ্টা এবং সচেতন নাগরিক সমাজ সদস্য রাকিব প্রমুখ।

