চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ। তিনি আরামবাগ এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তার বাড়ির সামনে ৫ মাদক ব্যবসায়ী নেশাজাতীয় দ্রব্য বিক্রি করলে; নিষেধ করায় আব্দুর রশিদকে মারধোর করার অভিযোগ উঠেছে। এ মর্মে গতরাত রোবাবার (১৪ মার্চ) সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়; আরামবাগ এলাকার আয়নাল (৪৫),তার স্ত্রী নুর নাহার (৩৮),মৃত মনসুর আলীর ছেলে নবাব আলী (৫০), নবাব আলীর স্ত্রী হিরা বেগম (৪৩),আঃ আহাদের স্ত্রী।রুমি বেগম (২০) এ ৫ জন আরামবাগ এলাকায় গিয়ে আব্দুর রশিদের বাড়ির সামনে প্রতিদিন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে। এ মাদক ব্যবসায়ী ৫ জনকে বাড়ির সামনে অবৈধ দ্রব্য বিক্রি করতে বললে বাড়ির মালিককে অকৈথ্য ভাষায় গালাগালি করে। গত শুক্রবার (১২ মার্চ) বিকালে আঃ রশিদের বাড়ির সামনে অবৈধ নেতাদ্রব্য বিক্রি করতে নিষেধ করায় মাদক ব্যসায়ীরা অকৈথ্য ভাষায় গালাগালি করে; এক পর্যায়ে বাড়ির মালিকের উপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধোর করে এলোপাথারি কিলঘুষি
মারে। অভিযোগ সুত্রে আরোও জানাগেছে; বাড়ির মালিক আঝ রশিদকে হুমকি দিয়ে বলে; 'আমরা তোর বাড়ির সামনে নিশাপান দ্রব্য বিক্রয় করবো;তোর যদি কিছু করার থাকে করিস।' আঃ রশিদ প্রতিবেদককে জানান; আমি তাদের নিষেধ করি; আমার বাড়ির সামনে নেশাজাতীয় দ্রব্য যেন বিক্রি না করে। আমি থানায় অভিযোগ দিয়ে নায্য বিচার পাবার আশায়।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানায়; অভিযোগ পেয়েছি। পুলিশ ফোর্স পাঠিয়ে তাদের কবজায় আনবো। মাদকের সাথে যারা সম্পৃক্ত; তাদের ছাড় নেয়।
