Mar 15, 2021

শিবগঞ্জ পৌরসভার বিদায় ও বরণ দু মেয়রের


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। ও মেয়দ পদ থেকে বিদায় নিলেল কারিবুল হক রাজিন। সোমবার (১৫ মার্চ) সকালের পৌরসভার প্রশাসনিক ভবনের হলরুমে বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী ভোট ও ১৪ মার্চ শপথের পর ১৫ মার্চ ৫ বছরের জন্য পৌরপিতা হিসেবে দায়িত্ব নেন শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। দায়িত্ব নেয়া নবনির্বাচিত মেয়র মনিরুল জানান, তার মেয়াদকালে তিনি শিবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করবেন।পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী,ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বাসিন্দারা বলেন; ক্ষমতা চলে যাবার পর সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তর মানুষের প্রত্যাশা থাকলেও প্রাপ্তী মিলেনা। তবে শিবগঞ্জে গতানুগতীক বিষয়গুলিকে বাদ দিয়ে এবার শিবগঞ্জ পৌরসভায় দায়িত্ব হস্তান্তরে মিলেছে সেই কাঙ্খিত প্রাপ্তি। হাসিমুখে বিদায় ও বরণ এবং দায়িত্ব হস্তান্তরের ঘটনায় খুশি ভোটাররাও।

১৯৯৪ সালে শিবগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে জয়ী হন বিএনপিপন্থী মোতাহারুল ইসলাম ঘেটু। ২০০০ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী জাফর আলী নির্বাচিত এরপর ২০০৬ এবং ২০১১ সালের নির্বাচনে বিএনপির শামিম কবির হেলিম নির্বাচিত হন। পরবর্তীতে সর্বশেষ ২০১৫ সালে দলীয় প্রতীকে প্রথমবারের মত পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ভোটেরব্যবধানে নির্বাচিত হয় নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী কারিবুল হক রাজিন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com