করোনা ভাইরাসের কারনে বন্ধ ছিলো কারাবন্দীদের সাথে সাক্ষাত। প্রায় এক বছর বন্ধ থাকার পর সারা দেশের কারাগার গুলোতে একযোগে সাক্ষাৎকার পর্ব পুনরায় চালু হয়েছে। গতকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে স্বজনদের সাথে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষরা।
কারাবন্দীদের সাথে দেখা করা স্বজনদের সাথে কথা বলে জানা যায়; ১ বছর পর আমি আমার স্বামীকে দেখতে পেয়েছি। মনে হচ্ছিলো এ জীবনে আর দেখা পাবোনা তার। জীবন হারানোর আগে একবার আমার স্বামীকে দেখতে পেলাম।সরকার ও জেল প্রশাসনকে ধন্যবাদ জানান।
সদর উপজেলার বাসিন্দা নাসিরুল তার ছেলেকে মিনহাজুলকে দেখতে এসেছিলো বছর খানেক পড়। বাবা ছেলের কথোপকথনের সুরে ছিলো আকুতি। উভয়ের মুখে ফুটেছিলো হাসি। চরবাগডাঙ্গা মুন্সিপাড়ার মা রোজিনা বেগম এসেছিলেন তার ছেলে সামিউলের সাথে সাক্ষাৎ করতে । খুশিতে তিনি কেঁদে ফেলেন।যারা সাক্ষাৎকারে এসেছিলেন তাদের সাথে কথা বলে জানা গেছে প্রধান কারারক্ষী ও কারারক্ষীদের ব্যবহার সন্তোষজনক।
জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার
জানান; দীর্ঘদিন পরে আজ থেকে সাক্ষাৎকার চালু হয়েছে, কারা বিধি অনুসারে এবং করোনার স্বাস্থ্যবিধি রক্ষা করে সাক্ষাৎকার পর্ব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অব্যাহত থাকবে।
