চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় জুনাইদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি বারঘোরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মেহেদী হাসানের একমাত্র ছেলে। বুধবার বিকাল ৩ টায় লাহারপুর গ্রামের এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়; শিশু জুনাইদ বাড়ির সামনে পাকা রাস্তার পাশে খেলা করছিলো। হঠাৎ করে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
সদর মডেল থানার ওসি মোজাফফর বলেন; নিশ্চিত করে বলেন; শিশু জুনাইদের মরদেহটি হাসপাতালের মর্গে আছে। অটো চালক পলাতক আছ।
