Mar 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ১


চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক জেরে প্রতিপক্ষের হামলায় রাহাত (২৮) নামে একজন আহত হয়েছে। আহত রাহাত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকার নাদিম খানের ছেলে। তিনি চাপইনবাবগঞ্জ সদর উপজেলায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার নবাবগঞ্জ সরকারী কলেজে সন্ধায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে; পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ফকির পাড়া এলাকার মৃত শহিদের ছেলে রাব্বি (২৮)সহ অজ্ঞাত কয়েকজন মিলে দেশী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম হয় রাহাত। স্হানীয় লোকজন চিকিৎসার জন্য অধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে কর্তব্যরত চিকিৎসক রামেকে ( রাজশাহী মেডিকেল কলেজ) রেফার্ড করে।

ওসি মোজাফফর ঘটনাটি নিশ্চিত করে জানায়; এ ঘটনায় আহত রাহাতের পরিবার অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com