Mar 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর করা মামলায় স্বামি হাজতে


প্রতারণার মাধ্যমে হিন্দু মেয়ের সাথে পরকীয়া অতপর ৪ বছর ধরে সংসার করেও স্ত্রীর মর্যাদা না পাওয়ায় সাথী নামের এক মহিলা শেষ পর্যন্ত আদালতে মামলা দায়ের করেছে। এ মামলায় নাচোল কাটাপুকুর মহল্লার মুংলার ছেলে মিলন আলী (২৭)কে পুলিশ আজ শনিবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযোগে জানাগেছে, ৪ বছর পূর্বে নাচোল পৌর এলাকার কাটাপুকুর মহল্লার মুংলার ছেলে মিলন,সার্থীর মোবাইল ফোনে পরিচয় ঘটে, এর পর সাথীকে পরকীয়ার ফাদে ফেলে তাকে বিয়ে করে নাচোল বাজার পাড়া পৌর মেয়রের বাড়ির পাশে স্টুডিও কামাল এর বাড়িতে ৪ বছর ধরে সাথীকে নিয়ে সংসার করেন। কিন্তু সাথীকে স্ত্রীর মর্যাদা না দিয়ে গোপনে নাচোল উপজেলার কসবা ইউনিয়নরে খোড়িবোনা বেলপুকুর গ্রামের আক্তারুল এর মেয়ে আক্তারাকে ২য় বিয়ে করেন। এদিকে সাথী তার স্বামী মিলনকে ফিরে পেতে বিভিন্ন দপ্তরে গিয়েও কোন প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আইন সহায়তা কেন্দ্রর মাধ্যমে কোর্টে মামলা করেন। বিজ্ঞআদালত মামলাটি রুজু করার নির্দেশ দেন নাচোল থানার ওসিকে। মামলাটি রেকর্ড করে আজ ভোর ৪ টায় নাচোল থানার এস আই গোলাম রসুল মিলনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com