Mar 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে বীমা দিবস পালিত


মুজিব বর্ষের অঙ্গীকারবীমা হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস’ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রাটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, সহকারী কমিশনার চন্দন করসহ জেলায় বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ। উদ্বোধন শেষে বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা এক মটরসাইকেল শোভাযাত্রা করে। মটরসাইকেল শোভাযাত্রাটি জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য,বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা  জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের  মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ২য় বারের মত সোমবার দিবসটি পালিত।

জাতীয় বীমা দিবস উপলক্ষে   মার্চ ঢাকায় বঙ্গবন্ধু বীমা মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন  নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দিবসটি উপলক্ষে আইডিআরএ নিজস্ব অর্থায়নে চালু করছে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা এর বার্ষিক প্রিমিয়াম ৮৫ টাকা।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com