Mar 1, 2021

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিসের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক (অবঃ) সিরাজুল ইসলাম, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেলা বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধিগণ।

সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে ব্যাপক প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com