Mar 31, 2021

চাঁপাইনবাবগঞ্জে দু-গৃহীনির আত্মহত্যা


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে ফাতেমা নামে (১৮) ও ১৩ নং ওয়ার্ডের শিবতলা এলাকায় চামেলি (১৮) নামে এক গৃহবধূ মোট ২ গৃহীনি আত্মহত্যা করেছে।আজ বুধবার বিকেলে ও সকালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উচালিয়া পাড়া সরাইল বি. বাড়িয়া এলাকার সোহেল মিয়ার মেয়ে এবং ওসমান আলীর সহধর্মিণী ফাতেমা।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জের ধরে ফাতেমা ঘরে খাটের উপর চেয়ারে উঠে ওরনা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে যায়।লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডে শিবতলা এলাকায় চামেলি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে চাঁদলায় এলাকার মিলনের স্ত্রী। আজ বুধবার সকাল ১০ টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে চামেলির শশুর বাড়ির লোকজন। সদর মডেল থানার এসআই আবু হাসান ঘটনাটি নিশ্চিত করে জানায় আইনুযায়ী ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তাতান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com