শিবগঞ্জ:অন্যদিকে, জেলার শিবগঞ্জে বৈদ্যুতিক লাইনের মেরামতের জন্য আগামীকাল সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যৎ সরবারহ বন্ধ থাকবে।
ভোলাহাট:জেলার ভোলাহাট উপজেলায় শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছে ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতি নামের ফেসবুক আইডিতে এবিষয়ে একটি পোষ্ট করা হয়। ফেসবুক আইডির পোষ্টে জানানো হয়, শুক্রবার ও শনিবার ২দিন সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত পল্লী বিদ্যুতের সকল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।এবিষয়ে ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম বলেন, ৩৩ কেভি বৈদ্যতিক লাইনের খুটি পরিবর্তন ও আগের পুরাতন তার পরিবর্তন করে মোটা তার সংযুক্ত করা হবে, তাই শুক্রবার ও শনিবার সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত কোন লাইনে বিদ্যুৎ থাকবেনা ।জনগনের সুবিধার্থে মাইকিং করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘোষনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
