Mar 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে ৭১ স্মরণে পতাকা মিছিল


"জাতীয় জাগরণের লক্ষে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে দাও" এ প্রতিপাদ্যকে সামনের রেখে ঐতিহাসিক অগ্নিঝড়া মার্চ ৭১ স্মরণে পতাকা মিলিল অনুষ্ঠিত হয়। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা জাসদের কার্যালয় থেকে র‍্যালী বের করে বঙ্গবন্ধু মঞ্চ ( কালেক্টরেট চত্তরে) এসে শেষ হয়। র‍্যালী শেষে নেতারা বক্তব্য দেন সুশাসন ও গণতন্ত্র অধিকার আদায়ের লক্ষে।

এ সময় উপস্থিত ছিলেন; সদর উপজেলা জাসদের সভাপতি আবু হেনা বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,  সাবেক জাসদ নেতা এ্যাড. সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, মহিলা যুব জোটের তওহিদা খাতুন কমলা, পৌর জাসদের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, শ্রমিক নেতা সাজেমান আলীসহ অন্যরা। পতাকা মিছিলের আলেচনা সভায় সঞ্চালনায় ছিলেন, ছাত্রলীগ (জাসদ) জেলা সভাপতি আব্দুল মজিদ।

পতাকা মিছিলে বক্তারা বলেন; জঙ্গীবাদ কে দমন করা। সব অন্যায়ের প্রতিবাদ করে জাসদ। বাজার দর স্থিতিশীলসহ সকল অধিকারের কথা বলে জাসদ। ৭১ এর চেতনায় যেন সকল বাঙ্গালী উদ্বুদ্ধ হওয়ার আহবান জানায় বক্তারা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com