Feb 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে অটো চালকের লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তিনি বিনোদপুর এলাকার একবরপুর গ্রামের আয়নাল হকের ছেলে মজলুর রহমান ওরফে ভাদু (৫৫)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার কানশাট ইউনিয়নের পুটিমারি বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে; কে বা কারা রাতে হত্যা করে পুটিমারি বিলের কালভার্টের নিচে ফেলে যায়। বিলের কালর্ভাটের নিচে পড়ে মরদেহ থাকতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশকে সংবাদ দিলে। সংবাদ পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন; ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। সংবাদ লিখা পর্যন্ত
নিহত পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেনি; ওসি বলেন; অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com