Feb 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে মাস্টার্স ও ডিগ্রী পরীক্ষার্থীদের মানববন্ধন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা, মাস্টার্স, ডিগ্রী পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং পুনরায় পরীক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রয়ারী) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিতকৃত পরীক্ষা পুনরায় নেওয়ার আহ্বান জানায়। মানববন্ধনে বক্তারা আরোও বলেন; করোনার সংক্রমণ সিমিত হয়েছে। করোনায় আক্রান্ত হয়েও মানুষ মরছেও কম। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন; নবাবগঞ্জ সরকারী কলেজের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী তৌসিকুল রেজা খান, আসিফ ইয়াসির, ইউসুফ রেজা, নবাবগঞ্জ সরকারী কলেজের ডিগ্রী পরিক্ষার্থী তৌফিকুল ইসলাম, সারোয়ার জাহান,সারিকা খাতুন প্রমুখ।

মানববন্ধন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর মাধ্যমে গাজিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের বরাবর স্মারকলিপি দেয় পরীক্ষার্থীরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com