![]() |
| ক্রেস্ট নিচ্ছেন মুক্তযোদ্ধার মেয়ে. |
সমাজ সেবক ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আকবর আলী,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান হাবিব, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর কারিমা আক্তার বানু (কল্পনা),প্রভাষক আব্দুল কাদের কামাল,সহকারী শিক্ষক শাবসালিন আহমেদ বকুল,হোমিও চিকিৎসক আব্দুল গণি,ব্যবসায়ী ও সমাজ সেবক এস.এম কামাল, সদর উপজেলার সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমান। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দীনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৫ জানুয়ারী এ প্রিমিয়ার লীগের সূচনা হয়। আজ শুক্রবার এ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রিমিয়ার লীগে ৮ দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় হরিপুর মিতালী সংঘ ও লাইফ এক্সশন এ দুটো দল ফাইনাল খেলে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। তাদেরকে শহীদ নবীর উদ্দিনের নামে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর করার প্রতিশ্রুতি দেন সাবেক সাংসদ আঃ ওদুদ।
