Feb 12, 2021

শিবগঞ্জে ইভিএমে মক ভোট প্রদানে সাড়া কম

চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্রে একযোগে ইভিএমে মক ভোট প্রদান সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।তবে কেন্দ্রগুলোকে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।শুক্রবার বেলা ৩টা পর্যন্ত শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল কেন্দ্রে মাত্র ১৫ টি ভোট পড়ে।অন্যদিকে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে এবং পুরুষ বুথে কোন ভোটার ভোট দিতে আসেননি।এ ব্যাপারে সিফাতুল্লাহ নামক এক ভোটার জানান, তার কেন্দ্রে এখনও ভোটার তালিকার স্মাট কার্ড সমস্যার জন্য বিকেলে ভোট দিতে আসার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।অন্যদিকে কেন্দ্রটির পাশ্ববতী এক ভোটার জানান, তিনি আজকের মক ভোটিং পদ্ধতি সম্পর্কে অবগত নন,তাই ভোট কেন্দ্রে যাননি।


এদিকে  শুক্রবার সকালে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। প্রশিক্ষণে ভোটারদের সুবিধার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি দেখানো হয়। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৫টি এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০টি। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯’শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৪’শ ৩২ ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ৫’শ ৪৭ জন। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে এই প্রথম ১৫টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com