Feb 12, 2021

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০১৯ সালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত ভোটারগণের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় চত্বরে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার  ৯, ১১ ও ১২ নং ওয়ার্ডের ১ হাজার ৮৮৮ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এর মধ্যে ৯ নং ওয়ার্ডের ৫৭১ জন, ১১ নং ওয়ার্ডের ৭১২ জন এবং ১২ নং ওয়ার্ডের ৬০৫ জনকে এ কার্ড প্রদান করা হবে।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার ১ নং ওয়ার্ডের ৮৯২ জন, ২ নং ওয়ার্ডের ৪০৫ জন এবং ৪ নং ওয়ার্ডের ৫৭০ জন মোট ১ হাজার ৮৭ জনকে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ৩ নং ওয়ার্ডের ৯৩০ জন, ৫ নং ওয়ার্ডের ৬৭৭ জন ও ৭ নং ওয়ার্ডের ৪১৪ জন, মোট ২ হাজার ২১ জন মোট ২ হাজার ২১জনকে এ কার্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ নং ওয়ার্ডের ৮৩০ জন, ৮ নং ওয়ার্ডের ৪১১ জন ও ১০ নং ওয়ার্ডের ৭৩৮ জন মোট ১ হাজার ৯৭৯ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আগামীকাল শনিবার এ কার্যক্রম শেষ হবে। শনিবারে ১৩ নং ওয়ার্ডের ৯৭৪ জন, ১৪ জনং ওয়ার্ডের ৮৮৪ জন ও ১৫ নং ওয়ার্ডের ৫৯৬ জন মোট ২ হাজার ৪৫৪ জনকে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। জানা যায়, ৫দিনে মোট  ১০ হাজার ২০৯ জনকে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে ৭ ফেব্রুয়ারি একটি নোটিশ জারি করে উপজেলা নির্বাচন অফিস, সদর চাঁপাইনবাবগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com