Feb 25, 2021

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত



জেলা আইনজীবী সমিতি'র বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি পদে আনোয়ার হোসেন ডলার এবং সাধারণ সম্পাদক পদে হামিদুল হক নির্বাচিত হয়।আজ ২৫ শে ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি'র নির্বাচন অনুষ্ঠিত হয়।


জেলা আইনজীবি সমিতি'র ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহিন ভাবে ভোট গ্রহণ করা হয়। দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন ডলার ও হামিদুল হক এবং জাতীয়তাবাদী আইনজীবী সমন্বয় পরিষদের আলহাজ্ব ইসাহাক আলী ও মাহমুদুল হক কনক প্যানেল। মোট ভোটার ২০৯ জনের মধ্যে ১৯৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। 

সম্মিলিত আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন ডলার সভাপতি পদে১২২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে হামিদুল হক ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।নির্বাচন পরিচালনা করেন এ্যাডঃ তাহির জামিল।সম্মিলিত আইনজীবী প্যানেল সভাপতি ও সম্পাদক সহ ৯ টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল সহ সভাপতি সহ ৬ টি পদে বিজয়ী হন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com